অ্যাকসেসিবিলিটি লিংক

দামেস্কে বিদ্রোহী ও সরকারী সৈন্যদের মধ্যে লড়াই


সিরিয়ার একটি সক্রিয়বাদী গোষ্ঠি বলছে যে মধ্যাঞ্চলের হামা প্রদেশে একজন আত্মঘাতী বোমাবাজ সিরিয়ার ৫০ জনের ও বেশি সৈন্য এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি অনুগত বন্দুকধারীদের হত্যা করেছে।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটারী ফর হিউমান রাইটস এর প্রধান , রামি আব্দ আল রহমান বলেন যে জিয়ারা গ্রামে আজ সোমবারের এই হামলাটি চালায় আল ক্বায়দা দ্বারা উজ্জীবিত একটি গোষ্ঠি আল নুসরা ফ্রন্ট। মৃতের সংখ্যা নিরপেক্ষ কোন সুত্র থেকে নিশ্চিত করা যায়নি।

রাজধানীতে বিদ্রোহী এবং সরকারী বাহিনীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে।

অবজারভেটারী আরও বলছে যে রাজধানী দামেস্কের তাদামন ও ইয়ারমুক এলাকায় রোববার যে লড়াই শুরু হয় তা সোমবার ও অব্যাহত রয়েছে । এই এলাকাগুলি ফিলিস্তিনি শরনার্থী শিবিরের কাছে অবস্থিত ।

সক্রিয়বাদীরা বলছেন যে কমপক্ষে কুড়ি জন সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা উত্তর পশ্চিমের ইদলিব প্রদেশে এক বিমান হামলায় প্রাণ হারায়।
XS
SM
MD
LG