অ্যাকসেসিবিলিটি লিংক

রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেইনে সীমান্তরক্ষী নৌযানের ওপর গুলি চালিয়েছে


ইউক্রেইনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা আজফ সাগরে একটি সীমান্ত রক্ষী নৌযানের ওপর গুলি চালিয়েছে। ইউক্রেইনের এক মুখপাত্র জানিয়েছেন, সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্য নৌযানটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

একজন প্রাক্তন বিচ্ছিন্নতাবাদী সামরিক কম্যান্ডার এই ঘটনাকে বলেছেন, ইউক্রেইন সরকারের নৌভাগে প্রথম পরাজয়।

আজফ সমুদ্র সীমান্তে, এলাকার নিয়ন্ত্রণ নেবার জন্যে, সরকারী বাহিনী রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্ল্যাডিমির পুটিন ইউক্রেনের উত্তেজনাপূর্ণ দক্ষিণপুর্বাঞ্চলে রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে অবিলম্বে এবং প্রকৃত আলোচনার ডাক দিয়েছেন।

রোববার মি পুটিন এক টেলিভিশন ভাষণে বলেছেন ঐ অঞ্চলে যারা বসবাস করে তাদের আইনগত স্বার্থ রক্ষার জন্য ঐ পদক্ষেপের প্রয়োজন।

XS
SM
MD
LG