অ্যাকসেসিবিলিটি লিংক

অলিম্পিক চলাকালেই টোকিওতে রেকর্ড সংখ্যক লোক সংক্রমিত


টোকিওর রাস্তায় মাস-পরা জনগণ নতুন সংক্রমণ রোধ করার প্রচেষ্টায় (এপি)
টোকিওর রাস্তায় মাস-পরা জনগণ নতুন সংক্রমণ রোধ করার প্রচেষ্টায় (এপি)

জাপানের রাজধানী টোকিওতে অলিম্পিক শুরুর কয়েক দিনের মধ্যেই সর্বোচ্চ সংখ্যক লোক নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। প্রধানমন্ত্রী ইশোহিদে সুগা জনগণকে অপ্রয়োজনীয় কোন কাজে বাইরে যেতে নিষেধ করেছেন তবে বলেছেন যে খেলা স্থগিত রাখার বিষয়টি বিবেচনার কোন কারণ নেই। টোকিও জানিয়েছে সেখানে নতুন করে কভিড-১৯ এ আক্রান্ত হয়েছে ২,৮৪৮ জন যা কীনা এর আগের সর্বোচ্চ সংখ্যাকে অতিক্রম করে গেছে।

জাপানের রাজধানী টোকিওতে অলিম্পিক শুরুর কয়েক দিনের মধ্যেই সর্বোচ্চ সংখ্যক লোক নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। প্রধানমন্ত্রী ইশোহিদে সুগা জনগণকে অপ্রয়োজনীয় কোন কাজে বাইরে যেতে নিষেধ করেছেন তবে বলেছেন যে খেলা স্থগিত রাখার বিষয়টি বিবেচনার কোন কারণ নেই। টোকিও জানিয়েছে সেখানে নতুন করে কভিড-১৯ এ আক্রান্ত হয়েছে ২,৮৪৮ জন যা কীনা এর আগের সর্বোচ্চ সংখ্যাকে অতিক্রম করে গেছে।

জানুয়ারি মাসে সেখানে সংক্রমিত রোগির সংখ্যা ছিল ২,৫০০। গত বছর মহমারি শুরু হবার পর থেকে টোকিওতে মোট সংক্রমিত রোগির সংখ্যা ২,০০০০০ ছাড়িয়ে গেছে। টোকিওতে এখন চতুর্থ বারের মত জরুরি অবস্থা আরোপ করা হয়েছে এবং তা অলিম্পিক চলার সময়ে বহাল থাকবে। (এপি)

XS
SM
MD
LG