আইসল্যান্ড রোববার একটি মহিলা সংখ্যাগরিষ্ঠ সংসদ নির্বাচিত করেছে বলে মনে করলেও পুনরায় ভোট গণনায় দেখা যাচ্ছে অল্পের জন্য সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়নি। প্রাথমিক ভোট গণনায় আইসল্যান্ডের পার্লামেন্ট আলথিং-এনারী প্রার্থীরা ৬৩টি আসনের মধ্যে ৩৩টিতে জয়লাভ করেছিল। ঐ নির্বাচনে দেখা গেছে যে মধ্যপন্থী দলগুলো সবচেয়ে বেশি ভোট পেয়েছে।
কয়েক ঘন্টা পরে পশ্চিম আইসল্যান্ডে পুনরায় ভোট গণনার পর ফলাফল বদলে যায়, মহিলা প্রার্থীরা পান ৩০টি আসন। সাম্প্রতিককালে ২০১৬ সালে আইসল্যান্ডের নির্বাচনে এমনি ফলাফল এসেছিল।
কেবলমাত্র কয়েকটি দেশে নারী আইন প্রণেতাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, যার মধ্যেইউরোপের কোনো দেশ নেই। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের মতে, রুয়ান্ডা ৬১ শতাংশনারী আইনপ্রণেতা নিয়ে এ ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে, এছাড়া কিউবা, নিকারাগুয়া এবং মেক্সিকোতে ৫০ শতাংশের বেশি নারী আইনপ্রণেতা রয়েছে।সংস্থাটি জানায় যে বিশ্বব্যাপী, মাত্র এক -চতুর্থাংশের সামান্য বেশি মহিলা বিধায়ক রয়েছেনI
আইসল্যান্ডের নির্বাচন পদ্ধতি ছয়টি অঞ্চলে বিভক্ত এবং পশ্চিম আইসল্যান্ডে ভোট গণনার সংখ্যা নিয়ে প্রশ্ন উঠলে পুনরায় গণনা অনুষ্ঠিত হয়। ভুলগুলি সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়নি কিন্তু মনে করা হয় যে এটি সম্ভবত মানুষের ভুলের কারণে সৃষ্ট I
প্রধানমন্ত্রী ক্যাটরিন জ্যাকবসডোতির নেতৃত্বে বিদায়ী জোট সরকারের তিনটি দল শনিবারের ভোটে মোট ৩৭ টি আসনেজিতেছে, যা গত নির্বাচনের চেয়ে দুটি বেশি এবং ক্ষমতায় তারাই থাকবে বলে মনে হচ্ছে।র
ভোটের আগে মতামত জরিপে দেখা গিয়েছিলবামপন্থী দলগুলো এগিয়ে আছে। ১০ টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ।মধ্য -ডানপন্থী ইনডিপেনডেন্স পার্টি সবচেয়ে বেশি ভোট পেয়েছে, তারা ১৬ টি আসন জিতেছে, যার মধ্যে সাতটি মহিলাদের দখলেI
(এপি)