অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় রেড ক্রসের ৭ ত্রাণকর্মী অপহরণ


রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি জানিয়েছে, বন্দুকধারীরা, সিরিয়ার উত্তরে ৬জন রেড ক্রস ও একজন রেড ক্রিসেন্ট ত্রাণকর্মীকে অপহরণ করেছে।

রেড ক্রস বলেছে, রোববার সকালে, ইদলিব প্রদেশে সারাকেব শহরের কাছে, ৭ জন ত্রাণকর্মী কয়েকটি গাড়িতে চড়ে দামেস্কে ফিরে আসার সময় এই অপহরণের ঘটনা ঘটে।

রেড ক্রস, অপহৃতদের নাগরিকত্বের পরিচয় প্রকাশ করেনি, অবশ্য তাঁদের তারক্ষণিকভাবে মুক্তি দেওয়ার দাবী জানিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলেছেন, বন্দুকধারীরা অপহরণের আগে গাড়িবহরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। কেউ এই অপহরণের তাতক্ষণিক দায়িত্ব স্বীকার করেনি।
XS
SM
MD
LG