অ্যাকসেসিবিলিটি লিংক

অন্ধ্রপ্রদেশের বিরোধী ওয়াই এস আর কংগ্রেস পার্টির প্রধান বিমানবন্দরে ছুরিকাহত


Reddy Attacked
Reddy Attacked

ভারতের অন্ধ্রপ্রদেশের বিরোধী ওয়াই এস আর কংগ্রেস পার্টির প্রধান জগনমোহন রেড্ডি আজ বিশাখাপত্তনম বিমানবন্দরে ছুরিকাহত হন। তাঁর আঘাত গুরুতর না হলেও বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আজ দুপুরে জগনমোহন হায়দরাবাদ যাওয়ার বিমান ধরার জন্য অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বিমানবন্দরে গেলে ভিআইপি লাউঞ্জে হঠাৎ এক যুবক সেলফি তোলার নাম করে তাঁর কাছে গিয়ে একটি ছোট ছুরি দিয়ে আঘাত করে। ছুরির ফলা লাগে তাঁর বাঁ হাতের উপর দিকে। ফার্স্ট এইড দেওয়ার পর তিনি হায়দরাবাদ রওনা হয়ে যান। বিমানবন্দরে মোতায়েন সিআইএসএফ বাহিনী আক্রমণকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। রাজ্য পুলিশের ডিজি জানান, শ্রীনিবাসন রেড্ডি নামে ওই যুবক বিমানবন্দরের ক্যান্টিনে রাঁধুনির কাজ করে। তার কাছে লাউঞ্জে ঢোকার পাস ছিল। তাকে জেরা করে জানা গিয়েছে, সে নিজে ওয়াইএসআরসিপি সমর্থক। জগনমোহনের প্রতি জনগণের সহানুভূতি আদায় করতেই সে তাঁকে আক্রমণ করে। এই তথ্য উড়িয়ে দিয়ে জগনের দল বলেছে, তাকে শাসক দল তেলুগু দেশম পার্টি পাঠিয়েছিল খুন করতেই। হাত ফসকে ছুরির ফলা হাতে লাগে। ভারতের বিমানমন্ত্রী সুরেশ প্রভু এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা কেন আরও কঠোর ছিল না, তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

XS
SM
MD
LG