প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত নির্বাহী আদেশের দ্বারা এ বছর যুক্তরাষ্ট্রে যে পরিমাণ শরনার্থী আসতে দেয়ার সীমা বেঁধে দেয়া হয়েছিল সেই পরিমান শরনার্থী অর্থাৎ ৫০ হাজারের কোটা পূরণ হয়েছে।
বুধবার নাগাদ যুক্তরাষ্ট্র এ বছর মোট ৫০ হাজার ৮৬ জন শরনার্থী এসেছেন। কোটা পূরণ হলেও শরনার্থী আসা অব্যাহত রয়েছে। সুপ্রিম কোর্টের বিশেষ আদেশে ঐসব শরনার্থী যদি প্রমান করতে পারেন তাদের আসা প্রয়োজন তবে তাদেরকে অনুমতি দেয়ারও আইন করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ বলেছে মাত্রটা কমে যাবে।