প্রবাল, ঝিনুক, কামিনী, বাঁকখালী, ইনানী- এরকম বাহারী সব নামে, সারি সারি ভবন। জলবায়ু উদ্বাস্তুদের জন্য এটি বৃহত্তম আশ্রয়ণ প্রকল্প। কক্সবাজার বিমান বন্দরের পাশে আশ্রয় নেয়া উদ্বাস্তুদের স্থানান্তর করা হচ্ছে প্রকল্পটিতে।
বৃহস্পতিবার গণভবণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রস্তুত হওয়া ২০টি ভবনে প্রথমে আশ্রয় পাচ্ছেন ৬০০ পরিবার। এরকম ৫ তলা বিশিষ্ট ১৩৯ টি ভবনে পুনর্বাসিত হবেন প্রায় সাড়ে ৪ হাজার পরিবার।মাথা গুঁজার আশ্রয় পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সৌভাগ্যবান জলবায়ু উদ্বাস্তুরা।
জলবায়ু পরিবর্তনের ফলে সাগরের উচ্চতা বৃদ্ধি পেয়ে ক্রমশঃ তলিয়ে যাচ্ছে উপকূল। এতে বেড়েই চলছে জলবায়ু উদ্বাস্তুর মিছিল। প্রধানমন্ত্রীর আশ্বাস- দেশে গৃহহীন থাকবে না কেউ।আশ্রয়ণ প্রকল্পের ৪টি জোনে রয়েছে- আবাসিক, পর্যটন, শুটকি মহাল ও বাপার জোন। স্থানীয় অধিবাসীদের জীবনযাত্রা এবং জীবিকায়নের উন্নয়নেও পরিকল্পনা গ্রহণের কথা জানান প্রধানমন্ত্রী।