অ্যাকসেসিবিলিটি লিংক

সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলন:তালিবানের সঙ্গে কাজ করার সংকল্প প্রকাশ


তাজিকিস্তানের দুশানবে'তে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন'র সম্মেলনে অংশগ্রহণকারীরা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভিডিওতে প্রচারিত ভাষণ শুনছেন, ১৭ই সেপ্টেম্বর, ২০২১/রয়টার্স
তাজিকিস্তানের দুশানবে'তে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন'র সম্মেলনে অংশগ্রহণকারীরা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভিডিওতে প্রচারিত ভাষণ শুনছেন, ১৭ই সেপ্টেম্বর, ২০২১/রয়টার্স

চীন ও রাশিয়া প্রভাবিত 'সাংহাই কোঅপারেশন অর্গানিজশন' বা সাংহাই সহযোগিতা সংস্থার আলোচনায় নেতারা শুক্রবার, আফগানিস্তানে আসন্ন মানবিক সঙ্কট প্রতিহত করতে এবং যুদ্ধ-বিধ্বস্ত দেশটির অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে তালিবান নেতৃত্বাধীন আফগানিস্তানের সঙ্গে আরো সম্পৃক্ত হওয়ার প্রয়োজনীয়তার প্রতি জোর দিয়েছেনI

ভিডিও সম্প্রচারে এই নিরাপত্তা ব্লকটির প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সন্ত্রাসবাদকে নির্মূল করতে তালিবানের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেন ও সে সঙ্গে এই প্রতিবেশী দেশটির প্রতি সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন এবং অন্যান্যদের প্রতিও ওই একই আহ্বান জানিয়েছেনI চীনের সংবাদমাধ্যম প্রেসিডেন্ট শি'র উক্তি উদ্ধৃত করে জানায়, আফগানিস্তানে শান্তিপূর্ণ হস্তান্তরকে এগিয়ে নিতে একটি সমন্বিত রাজনৈতিক অবকাঠামো গঠনে নির্দেশনা দিতে, বিচক্ষণ ও মধ্যপন্থী অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতি প্রণয়নে, অত্যন্ত দৃঢ় হস্তে সব ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে এবং পার্শ্ববর্তী দেশগুলির সঙ্গে আফগানিস্তানের শান্তির সঙ্গে বসবাস উত্সাহিত করতে তিনি অংশগ্রহণকারীদের অনুরোধ জানিয়েছেন।

চীন ও আফগানিস্তানের অন্যান্য প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলির প্রতি যুদ্ধবিধস্ত দেশটিতে অর্থনৈতিক ও মানবিক সহায়তা বন্ধ না করে তা সরবরাহ করতে চাপ দিয়ে যাচ্ছেI রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও ভিডিও লিংকের মাধ্যমে SCO সম্মেলনে তালিবানের সঙ্গে কাজ করে যাওয়া এবং বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর প্রতি বিদেশী ব্যাংকে রাখা আফগানিস্তানের অর্থ অবমুক্ত করে দিতে বিবেচনা করতে বলেছেন।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমের অন্যান্য দেশ অবিলম্বে মানবিক সহায়তা বাবদ ১শো ২০ কোটি ডলারেরও বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেI তবে একই সঙ্গে তারা দেখবে যে এই সংগঠনের সঙ্গে কুটনৈতিক ভাবে সম্পৃক্ত হবার আগে তালিবান মানবাধিকার, বিশেষত মহিলাদের অধিকার সমুন্নত রাখছে কীনা এবং সন্ত্রাসবাদকে পরিহার করছে কীনা। আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বা IMF এবং বিশ্ব ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে যে আফগানিস্তান দাতাদের সম্পদে প্রবেশাধিকার পাবে না এবং তাতে সে দেশের উন্নয়নমুখী প্রকল্প বন্ধ হয়ে গেছে।

XS
SM
MD
LG