শনিবার রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। চার সিটিতে মেয়র পদে ৩ জন করে ১২ জন, কাউন্সিলর পদে ৫৪৭ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯০ জনসহ মোট ৭৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্য থেকে নির্বাচিত হবেন চার সিটি কর্পোরেশনের মেয়র, ১১৮ জন সাধারণ কাউন্সিলর ও ৩৯টি সংরক্ষিত (নারী) কাউন্সিলর। ভোটগ্রহণের জন্য ৬৫২টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৮০৯টি কক্ষ স্থাপন করা হয়েছে। নির্বাচনে ১২ লাখ ২৯ হাজার ৭৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা ৫ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচনের প্রস্তুতি হিসেবে শুক্রবার ভোট কেন্দ্রগুলোতে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ নির্বাচনী বিভিন্ন সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। এগুলো এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা থাকবে ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনীর হেফাজতে। নির্বাচনী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিয়মিত আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি বিজিবি ও কোস্টগার্ড এবং নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, চার সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। কোনো ধরনের অরাজক পরিস্থিতি ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে বলে আশা করছে কমিশন। এই নির্বাচন এমনিতে দলীয় রাজনীতির আওতামুক্ত হবার কথা তবে দলীয় রাজনীতির প্রভাব স্পষ্টই লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন যে এই নির্বাচন ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে।
নির্বাচনের প্রস্তুতি হিসেবে শুক্রবার ভোট কেন্দ্রগুলোতে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ নির্বাচনী বিভিন্ন সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। এগুলো এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা থাকবে ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনীর হেফাজতে। নির্বাচনী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিয়মিত আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি বিজিবি ও কোস্টগার্ড এবং নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, চার সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। কোনো ধরনের অরাজক পরিস্থিতি ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে বলে আশা করছে কমিশন। এই নির্বাচন এমনিতে দলীয় রাজনীতির আওতামুক্ত হবার কথা তবে দলীয় রাজনীতির প্রভাব স্পষ্টই লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন যে এই নির্বাচন ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে।