আশুলিয়া শিল্পাঞ্চলেরে প্রায় ৬০ টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর সেখানে বুধবার কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার।
ঘটনাস্থল থেকে সংবাদদাতারা জানিয়েছেন শিল্পাঞ্চলের নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব এবং আধাসামরিক বাহিনী বিজিবির বিরাট সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে বিক্ষোভরত শ্রমিকরা সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নিশ্চিন্তপুর এলাকায় অবরোধ এবং অন্যান্য কয়েকটি জায়গায় জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।