অ্যাকসেসিবিলিটি লিংক

চীন থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি করতে নেপাল আগ্রহী


গত প্রায় দু সপ্তাহ ধরে নেপালে ভারত থেকে প্রয়োজনীয় সামগ্রি নিয়ে ট্রাক ঢোকা প্রায় বন্ধ । ভারত ও নেপালের মধ্যে এই টানাপোড়েনে , নেপাল এখন চীন থেকে জরুরি সামগ্রি আমদানির চেষ্টা করছে। সে দেশের সমতল অঞ্চলের অধিবাসী মদেশিরা যারা নেপালের নতুন সংবিধানের বিরোধী, তারাই ট্রাক ঢোকায় বাধা দিচ্ছে। কিন্তু, নেপালের অভিযোগ, ভারত সরকার চাইলেই এদের নিবৃত্ত করতে পারে। কিন্তু উদ্যোগ নিচ্ছে না।

এ দিকে, আসন্ন দশেরা ও দেওয়ালির মরসুমে বিদেশ থেকে প্রবাসীরা বাড়িতে ফেরেন নেপালীরা। তখনই দেশ জুড়ে প্রয়োজনীয় সামগ্রীর অভাবে বিব্রত নেপাল সরকার এখন বিকল্প খুঁজছে। বিকল্প মানে নেপালের উত্তর সীমান্তের প্রতিবেশী চীন। সমস্যা এই, চীনের সঙ্গে পর্বত-সঙ্কুল ওই সড়ক যোগাযোগ পথ দিয়ে জিনিষপত্র নিয়ে আসা সহজ নয়। তার ওপর গত এপ্রিলের ভূমিকম্পে ওই পথ আরও দুর্গম হয়ে উঠেছে। তবু চীনের সঙ্গে বাধ্য হয়েই আলোচনা শুরু করেছে নেপাল। প্রয়োজনীয় সামগ্রীর অভাব তো অনির্দিষ্টকালের জন্য মেনে নেওয়া যায় না।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG