অ্যাকসেসিবিলিটি লিংক

রাজনৈতিক কারণে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়


ভোট ব্যাঙ্কের রাজনীতি সন্ত্রাসবাদকে প্রশয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন দেশের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাহাজ মন্ত্রী নীতিন গড়করি। কলকাতায় বনিকসভার এক অনুষ্ঠানে অংশ নিয়ে পরে তিনি সাংবাদিক দের বলেন, দেশের নিরাপত্তায় কোনো পার্টি বা রাজনীতির ব্যাপার নেই,এটাকে রাজনীতিগত ভাবে মাপা ঠিক নয়,সন্ত্রাসবাদে রাজনীতির রং নেই....ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্যই দেশের এই পরিস্থিতি।

গত কয়েক দিন আগে কলকাতার গার্ডেন রিচ এলাকায় আই এস আই এর চর গ্রেফতার হওয়ার প্রসঙ্গে কোনো দলের নাম না করলেও তিনি সমালোচনার সুরে বলেন কিছু দল কেউ কেউ ভোট ব্যাঙ্কের রাজনীতির স্বার্থে সন্ত্রাসবাদ কে সন্ত্রাসবাদী দের তোষন করছে।

এটা ভাল নয়। কেন্দ্রীয় মন্ত্রীর এ জাতীয় মন্তব্যকে পরোক্ষ ভাবেই তৃণমুল কংগ্রসের দিকেই ইঙ্গিত করছে বলেই মনে রাজনৈতিক মহল। এদিকে পাকিস্তান কে আক্রমন করে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন তিন বারই ভারতের সঙ্গে যুদ্ধে হেরে এখন পাকিস্তান ছায়াযুদ্ধ শুরু করেছে। পাশাপাশি কলকাতা বন্দরের নিরাপত্তার বিষয়টির ওপরও বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG