ছিঁটমহল হস্তান্তর সংক্রান্ত সংবিধান সংশোন করার খসড়া তৈরিতে একমত হয়েছে লোকসভার পররাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সব সদস্য। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কোলকাতা সংবাদদাতা পরমাশীষ ঘোষ রায়
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাঠমন্ডুতে সার্ক সম্মেলনে যোগ দেয়ার সময়ে , কাঠমন্ডু থেকে সরাসরি দিল্লি যাতায়াতের জন্য বাস সার্ভিসের উদ্বোধন করেছেন। দিল্লি থেকে পোখরা এবং কাঠমন্ডু থেকে বারানসী পর্যন্ত বাস সার্ভিস চালুর প্রতিশ্রুতিও দিলেন মি মোদি। বিস্তারিত শুনুন আমাদের কোলকাতা প্রতিবেদক গৌতম গুপ্ত :