অ্যাকসেসিবিলিটি লিংক

আধার কার্ড সম্পর্কে সুপ্রিম কোর্টর রায়


কেন্দ্রীয় সরকার ভারতে বসবাসকারী সমস্ত মানুষের একমাত্র পরিচয়পত্র হিসেবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আধার ব্যবহার আবশ্যিক করার ওপর যে জোর দিয়ে আসছিল, সুপ্রিম কোর্ট আজ এক গুরুত্বপূর্ণ রায়ে তার অধিকাংশই বাতিল করে দিয়েছে।

আধার কার্ড তৈরি করতে যে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়, তার অপব্যবহারের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। এটি মানুষের ব্যক্তিগত অধিকার ক্ষুন্ন করছে বলে সুপ্রিম কোর্টের কাছে অজস্র আবেদনও জমা পড়েছে। তার থেকে ২৭টি বেছে নিয়ে শুনানির পরে পাঁচ জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আজ রায় দেয় যে, আধার সংবিধান সম্মত হলেও এটি শুধুমাত্র সরকারি প্রয়োজনেই ব্যবহার করা যাবে। কোনও বেসরকারি সংস্থায় চাকরি, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি অথবা অন্য কোনও সুযোগ পাওয়ার জন্য আধার দরকার হবে না। টেলিফোন নম্বর বা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যোগ করার দরকার নেই। তবে আয়কর রিটার্ন বা প্যান কার্ডের জন্য আধার লাগবে। ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকবে সরকারের কাছে। কেবল জাতীয় স্বার্থে তা প্রকাশ করা যাবে। কংগ্রেস নেতা কপিল সিব্বাল এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন.. তিনি বললেন, ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা না আটকে বেশি বাড়াবাড়ি করতে গিয়ে বিজেপি সরকারের মুখ পুড়ল। পাঁচ জনের মধ্যে একজন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবশ্য বাকি চার জনের সঙ্গে একমত হতে পারেননি।

please wait

No media source currently available

0:00 0:01:31 0:00

XS
SM
MD
LG