অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে মাদক বিরোধী অভিযান: আরও অন্তত ১৫ জন নিহত


মঙ্গলবার গভীর রাতে এবং বুধবার ভোরে চালান মাদক বিরোধী অভিযানে এ সকল প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের সকলেই মাদক ব্যবসায়ী বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাবী করেছে । এ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে এবং তাদের ভাষ্য মতে নিজেদের মধ্যে গোলাগুলিতে গত ১৬ দিনে নিহত হয়েছেন ১২৪ জন মাদক ব্যবসায়ী। এছাড়া গ্রেফতার করা হয়েছে।

তেরো হাজারের ওপর সন্দেহভাজন মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের। গ্রেফতারকৃতদের মধ্যে অনেককেই মোবাইল কোর্ট বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে।

এদিকে, মাদক বিরোধী অভিযানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট । স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ উদ্বেগের কথা জানিয়ে বলেন মাদক বাণিজ্যের মূল উৎস খুঁজে বের করতে হবে। তবে তিনি বলেন মানবাধিকারকে সমুন্নত রাখাতে হবে এবং সকলকে বিচার পাওয়ার অধিকার দিতে হবে।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG