ঢাকার আশুলিয়ায় জিরাবো এলাকায় মঙ্গলবার বিকেলে "কালার ম্যাক্স লিমিটেড" নামের কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সকলের শরীরের ১৫ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে। এর মধ্যে আঁখি নামের একজন শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসারত সকলেই নারী ও শিশু।
ওই কারখানায় ঠিক কিভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা কেউই স্পষ্ট করে বলতে পারেনি। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সম্পূর্ণ টিনশেড কারখানাটি পুরোটাই পুড়ে যায়। তবে এই ঘটনায় কারখানা মালিক পক্ষের সাথে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি। স্থানীয় লোকজন জানিয়েছেন এই কারখানায় প্রায় আড়াই'শ জন শ্রমিক কাজ করতো।