বাংলাদেশ আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বের ২৯ তম বৃহৎ অর্থনীতিতে পরিনত হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন উত্তর পর্বে তিনি সংসদকে আরও জানান ২০৫০ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের ২৩ তম বৃহৎ অর্থনীতিতে পরিনত হবে। শেখ হাসিনা বলেন ২০৪১ সাল নাগাদ বাংলাদেশে গড় মাথাপিছু আয়ের পরিমান দাঁড়াবে ১২ হাজার আমেরিকান ডলার এবং বাংলাদেশের অর্থনীতির আকার দাঁড়াবে পচিশ লাখ আমেরিকান ডলার।
তিনি সংসদকে আরও জানান ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ এশিয়া অঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিনত হবে এবং আঞ্চলিক ও উপ আঞ্চলিক যোগাযোগ এবং কানেকটিভিটি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তবে তিনি তাঁর এ সকল দাবির সমর্থনে বিস্তারিত কিছু বলেননি।