অ্যাকসেসিবিলিটি লিংক

বিজেপি নিজের অবস্থানের মূল্যায়ন করছে


২০১৪ সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। সেই দর্পে শাসক দল সঙ্গীদের উপেক্ষা করতে শুরু করেছিল। সঙ্গীরা উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল। এখনই সেই সময়। বিধানসভা ও লোকসভাগুলিতে গত সপ্তাহে ১৪টি উপনির্বাচনের মধ্যে বিজেপির হার হয় ১১টিতে। তারা তর্জন-গর্জন শুরু করে দিয়েছে।

সঙ্গীদের শান্ত করতে বিজেপির সভাপতি অমিত শাহ বিভিন্ন রাজ্য সফর করে সঙ্গী নেতাদের সঙ্গে কথাবার্তা শুরু করেছেন। বিশেষত পাঞ্জাবে আকালী দলের প্রকাশ সিং বাদল ও মহারাষ্ট্রে শিব সেনার

উদ্ধব থ্যাকারে সঙ্গেই প্রথম কথাবার্তা হবে শাহের। এবার শক্ত নির্বাচন। জোটের সঙ্গীরা ছাড়া ২০১৯-এর নির্বাচনে জয় অসম্ভব।

please wait

No media source currently available

0:00 0:01:43 0:00

XS
SM
MD
LG