২০১৪ সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। সেই দর্পে শাসক দল সঙ্গীদের উপেক্ষা করতে শুরু করেছিল। সঙ্গীরা উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল। এখনই সেই সময়। বিধানসভা ও লোকসভাগুলিতে গত সপ্তাহে ১৪টি উপনির্বাচনের মধ্যে বিজেপির হার হয় ১১টিতে। তারা তর্জন-গর্জন শুরু করে দিয়েছে।
সঙ্গীদের শান্ত করতে বিজেপির সভাপতি অমিত শাহ বিভিন্ন রাজ্য সফর করে সঙ্গী নেতাদের সঙ্গে কথাবার্তা শুরু করেছেন। বিশেষত পাঞ্জাবে আকালী দলের প্রকাশ সিং বাদল ও মহারাষ্ট্রে শিব সেনার
উদ্ধব থ্যাকারে সঙ্গেই প্রথম কথাবার্তা হবে শাহের। এবার শক্ত নির্বাচন। জোটের সঙ্গীরা ছাড়া ২০১৯-এর নির্বাচনে জয় অসম্ভব।