অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম বঙ্গের কেন্দ্রীয় বাজেটে শুভকঙ্করের ফাঁকি


An Indian security personnel stands guard alongside copies of the "Economic Survey 2014-15" at Parliament House in New Delhi, Feb. 27, 2015.
An Indian security personnel stands guard alongside copies of the "Economic Survey 2014-15" at Parliament House in New Delhi, Feb. 27, 2015.

পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্রকে বেজায় বিপদে ফেলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। রাজ্যগুলিকে কেন্দ্রীয় আর্থিক সহায়তা প্রদানের নিয়ম বদলে ফেলেছেন জেটলি। ভারতের কেন্দ্রীয় সরকার দেশ থেকে যত কর আদায় করে, তা থেকে রাজ্যগুলির অংশভাগ বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা যেমন রাজ্যগুলির পক্ষে সুখবর, অন্য দিকে, রাজ্যে-রাজ্যে বিভিন্ন সমাজকল্যাণমূলক প্রকল্পে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ ছাঁটাই করা হয়েছে। নিট ফল, অন্তত পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় কর বাবদ প্রাপ্য যেমন ৮ হাজার কোটি টাকা বেড়েছে, অন্য প্রাপ্যটি কমেছে ১০ হাজার কোটি। কাজেই নিট লোকসান ২ হাজার কোটি টাকা।

রাজ্য অবশ্য বলছে, কেন্দ্র না দিক, রাজ্য নিজের অর্থেই কল্যাণমূলক প্রকল্পগুলি চালিয়ে যাবে। কিন্তু এমনিতেই রাজ্য অর্থ কষ্টে জর্জরিত। সেখানে এই অতিরিক্ত ২ হাজার কোটি টাকার সংম্থান হবে কোথা থেকে? এ সম্পর্কেই বিস্তারিত জানিয়েছেন আমাদের কোলকাতা প্রতিবেদক গৌতম গুপ্ত :

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG