বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইটালীয় নাগরিক সিজার তাভেলা হত্যাকান্ডে জড়িত কথিত নেপথ্যের ‘বড় ভাইয়ের’ নাম প্রকাশ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই বড় ভাই হচ্ছেন ঢাকা মহানগরী বিএনপির নেতা এম এ কাইউম যিনি কাইউম কমিশনার নামে পরিচিত। বিএনপির পক্ষ থেকে এই দাবিকে আজগুবি বলে উল্লেখ করা হয়েছে। এমন কাইউমের পরিবারের দাবি তিনি বছর দুয়েক আগে মালয়েশিয়া চলে গেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দু’একটি বোমা মেরে দেশের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না।
এদিকে, সাইট ইন্টিলিজেন্ট গ্রুপ পুনরায় দাবি করেছে, দুই বিদেশী নাগরিক হত্যা ও শিয়া সম্প্রদায়ের মিছিলে বোমা হামলার দায় ইসলামিক স্টেট বা আইএস যে স্বীকার করেছে তা যথার্থ এবং পরীক্ষিত সত্য। সাইট ইন্টিলিজেন্ট-এর পক্ষ থেকে এক বিবৃতিতে ও টুইটার বার্তায় আইএস-এর সংশ্লিষ্টতাকে আড়াল না করে সত্যের মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানানো হয় এবং বলা হয়, আইএস যে আসল শত্রু তা প্রকাশ করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী ওই বিবৃতির প্রতিক্রিয়া বলেছেন, বাংলাদেশে জঙ্গীগোষ্ঠী আইএস-এর কোনো সাংগঠনিক অস্তিত্ব নেই।...ঢাকা থেকে আমীর খসরু