অ্যাকসেসিবিলিটি লিংক

সরকারের রাজনৈতিক ও কুটনৈতিক সাফল্য প্রসঙ্গে শেখ হাসিনা


ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সমস্যা সমাধানে অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দীর্ঘ দিন ঝুলে থাকা সীমান্ত সমস্যার সমাধানকে তাঁর সরকারের রাজনৈতিক ও কুটনৈতিক সাফল্য বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন , “ প্রতিটি সমস্যা আমরা প্রতিবেশি দেশের সঙ্গে সমাধান করতে পেরেছি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে”। প্রধানমন্ত্রী এটিকে তাদের রাজনৈতিক এ কুটনৈতিক সাফল্য বলে দাবি করেন।

দারিদ্রকে দক্ষিণ এশিয়া অঞ্চলের সব চেয়ে বড় শত্রু বলে বর্ণনা করে শেখ হাসিনা আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এই সমস্যা সমাধানের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশকে সার্বিকভাবে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষে যে কোন ত্যাগ স্বীকারে তিনি প্রস্তুত আছেন।

এদিকে অন্যতম বিরোধীদল বিএনপি বলেছে দলটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরের সময়ে দেশের গণতন্ত্র পনরুদ্ধারের ব্যাপারে ভারত সরকারের সমর্থন চাইবে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন , ঢাকায় আমাদের সংবাদদাতা জহুরুল আলম :

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG