অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে ২০১৭-১৮ সালের বাজেট পেশ


রাজনৈতিক মহলে আলোচনা ছিল, আসন্ন ৫টি বিধানসভার নির্বাচনের কথা মনে রেখে অর্থমন্ত্রী অরুন জেটলি বাজেট তৈরি করেন কিনা। তা ঘটে নি।

বুধবার যে বাজেট পেশ হল সংসদে, তাতে গুরুত্ব পেল গ্রামীণ অর্থনীতির বিকাশের জন্য নানা প্রকল্প, কৃষকদের জন্য বেশি ধারের সুবিধে ইত্যাদি। জোর দেওয়া হয়েছে পরিকাঠামো উন্নয়ন প্রকল্পগুলিও। রাজনৈতিক দলগুলির চাঁদায় কালো টাকার রমরমা কমাতে নগদে মাথা পিছু চাঁদা দু হাজার টাকায় বেঁধে দেওয়া হয়েছে। ব্যক্তিগত আয়কর হার ১০% থেকে কমে ৫% হল পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে। কোম্পানীর আয় ৫০ কোটির কম হলেও কমবে আয়করের হার। এ দেশে অপরাধ করে বিদেশে পালালে বাজেয়াপ্ত হবে অভিযুক্তের সম্পত্তি, এই আইনও হবে বলে জানালেন জেটলি।

XS
SM
MD
LG