বাংলাদেশে ঈদের পর পর জামায়াতে ইসলামির হরতাল বিপদে ফেলেছে সেই সব লোকজনদের যারা আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ পালনে গেছেন এবং অন্যদিকে পর্যটন শহরগুলোর হোটেল মালিকরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ঘরে ফেরা মানুষেরা হয় আটকা পড়তে যাচ্ছেন জামায়াতের এই লাগাতার হরতালের কারণে নয়ত অনেকেই তাড়াহুড়ো করে ফিরে আসার চেষ্টা করছেন ঢাকায় । জামায়াত হরতালের তারিখ পরিবর্তন করায় অনেকের কাজে ফেরায় ও ব্যাঘাত ঘটবে।
সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটক এলাকার হোটেলগুলো । অনেকেই হোটেল বুক করে , পরে সে বুকিং বাতিল করেন এতে হোটেলগুলো বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে। বহু ধর্মপ্রাণ মুসলমান আনন্দ ও শান্তিতে ঈদের ছুটি কাটাতে বিড়ম্বনা সম্মুখীন জামায়াতে ইসলামের হরতালের কারণে। এ সম্পর্কে বিস্তারিত বিশেষ প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু :
সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটক এলাকার হোটেলগুলো । অনেকেই হোটেল বুক করে , পরে সে বুকিং বাতিল করেন এতে হোটেলগুলো বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে। বহু ধর্মপ্রাণ মুসলমান আনন্দ ও শান্তিতে ঈদের ছুটি কাটাতে বিড়ম্বনা সম্মুখীন জামায়াতে ইসলামের হরতালের কারণে। এ সম্পর্কে বিস্তারিত বিশেষ প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু :