অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালী জলদস্যুদের জন্যে বিশ্ব অর্থনীতির খেসারত গত বছরে ছিলো প্রায় সাত শ’ কোটি ডলার ।


নতুন এক রিপোর্টে বলা হচ্ছে – সোমালী জলদস্যুদের উত্পাতে বিশ্ব অর্থনীতিকে খেসারত দিতে হয়েছে , গত বছরেই কেবল ৭ শ’ কোটি ডলার – এবং এ খেসারতের বেশির ভাগটাই ব্যয় হয়েছে , জলদস্যুদের কব্জা থেকে জাহাজ বহর রক্ষার নিশ্চয়তা বিধানের কাজে ।

যুক্তরাষ্ট্র ভিত্তিক One Earth Future foundation সংস্থার রিপোর্টে বলা হচ্ছে – গড়ে ঐ সোমালী জলদস্যুরা প্রতিটি জাহাজের জন্যে পনের অর্থ হিসেবে ৫০ লক্ষ ডলার দাবী করে থাকে । রিপোর্টে বলা হচ্ছে – তবে কিনা ২ হাজার ১১ সালে সব মিলিয়ে যাই খরচ হয়েছে ঐ পনের অর্থ তার ক্ষুদ্র একটা অংশ মাত্র । বলা হ’চ্ছে জলদস্যুদের হাত থেকে রক্ষা পেতে জাহাজগুলো যে ঘুরপথে সাগর পাড়ি দেয় , তাতে বাড়তি জ্বালানী বাবদে খরচ হয় ২ শ’ ৭০ কোটি ডলার এবং আরো এক শ’ কোটি ডলার খরচ হয় জাহাজের ওপরে অসরকারী , সশস্ত্র , নিরাপত্তা রক্ষি মোতায়েনের কাজে । এছাড়া উচ্চ হারের বীমা , উচ্চ হারের বেতন , জাহাজের পথ পরিক্রমায় রদবদলের ব্যয় এবং জলদস্যুদের আদালতের সামনে নিয়ে হাজির করার খরচখরচা তো রয়েছেই ।

XS
SM
MD
LG