অ্যাকসেসিবিলিটি লিংক

মিট রমনি , তাঁর নিকটতম প্রতিদ্বন্দী নিউইট গিংগ্রীচের চেয়ে ১৪ শতাংশ মাত্রায় এগিয়ে রয়েছেন


An election worker tallies votes after the close of polls in Mali's presidential runoff, Bamako, August 11, 2013.
An election worker tallies votes after the close of polls in Mali's presidential runoff, Bamako, August 11, 2013.

যুক্তরাষ্ট্রের দক্ষিনপূর্বাঞ্চলবর্তী রাজ্য ফ্লরিডার রেপাবলিকান দলিয়রা আজ মঙ্গলবার ভোট দিচ্ছেন – যে ভোট পর্বকে , প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন প্রাপ্তির জন্যে অতীব গুরুত্বপূর্ন বলে বিবেচিত হ’চ্ছে । কিনিপিয়াক য়ুনিভার্সিটী পোলিং ইনস্টিটিউটের সাম্প্রতিক এক সমিক্ষায় দেখা যাচ্ছে –ভোট যাঁরা দিতে যাবেন বলে মনে করা হচ্ছে , তাঁদের সম্ভাব্য সংখ্যার নিরিখে দেখা যাচ্ছে – কোটিপতি বিনিয়োগকারী ও উত্তরপূর্বাঞ্চলবর্তী ম্যাসাচুসেটস রাজ্যের সাবেক গভর্ণর মিট রমনি , তাঁর নিকটতম প্রতিদ্বন্দী কংগ্রেস প্রতিনিধি পরিষদের প্রাক্তন স্পীকার নিউইট গিংগ্রীচের চেয়ে ১৪ শতাংশ মাত্রায় এগিয়ে রয়েছেন । আজ মঙ্গলবারের এ প্রাইমারী ভোটে ফ্লোরিডার কয়েক লক্ষ ভোটার ইতিমধ্যেই ভোট দিয়েছেন এবং এসব ভোটের অনেকাংশই পড়েছে মিট রমনির পক্ষে । এরাজ্যে দু’ই প্রধান প্রতিদ্বন্দীই জোরদার প্রচারনা চালিয়েছেন এবং এ রাজ্যের প্রাইমারী ভোটে যিনিই জয়ি হবেন , রেপাবলিকান দলের মনোনয়ন জয় করে তিনিই সম্ভবত: ডেমোক্র্যাট দলিয় গদ্দীনশিন প্রার্থী বারাক ওবামার সঙ্গে মুখোমুখি প্রতিদ্বন্দীয় অবতীর্ণ হবেন । ফ্লরিডার রেপাবলিকান দলিয় প্রাইমারী ভোটের প্রতিদ্বন্দীতায় অপর যে দু’ই প্রার্থী রয়েছেন তাঁরা হলেন কংগ্রেসের সেনেট সভার সাবেক বিধায়ক রিক স্যানটোরাম এবং ট্যাক্সাস থেকে প্রতিনিধি পরিষদে নির্বাচীত সাবেক বিধায়ক রন পল । এঁরা দু’জনই ফ্লোরিডার ভোট পর্বে অনেক পিছনে রয়েছেন বলে মনে হচ্ছে । যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে নভেম্বরে ।

XS
SM
MD
LG