হুথি বিদ্রোহীরা এডেন বিমান বন্দরে হামলা চালানোর দুই সপ্তাহ পর, যুক্তরাষ্ট্র, হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে I যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে সৌদি আরব সন্তোষ প্রকাশ করলেও, ইরান এই সিদ্ধান্তের প্রতি নিন্দা জানায় I
যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী পম্পেও, রবিবার, ইয়েমেনের ইরান-পন্থী হুথি মিলিশিয়াদের তালিকাভুক্তির কথা জানান I তিনি বলেন, কংগ্রেসের প্রতি তিনি হুথি মিলিশিয়াদের তালিকাভুক্তির আবেদন জানাবেন, যে মিলিশিয়া দল, এখন রাজধানী সানা নিয়ন্ত্রণ করছে I হুথি বিদ্রোহীরা গত মাসে, সৌদি সমর্থিত প্রেসিডেন্ট, আব্দ রাব্বো মনসুর হাদি'র নিয়ন্ত্রণাধীন এডেন বিমান বন্দরে ড্রোন হামলা চালায় I
ইয়েমেনে বহু বছরের ক্ষমতার লড়াই, সেদেশে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে I