মাহমুদ রেযা চৌধুরী- একজন বাংলাদেশি-এ্যামেরিকান, থাকেন নিউ ইয়র্কে- মাঝে মধ্যেই ঢাকা যান, ওখানকার টেলিভিশন অনুষ্ঠানের টক শোতে অংশ নেন- লেখালেখি করেন নিয়মিতভাবে, বিভিন্ন পত্রপত্রিকায় বিবিধ বিষয় নিয়ে। ইদানিং লিখছেন বাংলাদেশের সম্ভাবনা-আশা-আকাংখা নিয়ে।লেখা ছাপা হচ্ছে – ক্রমান্বয়ে, পরিশেষে বই বের করার ইচ্ছে রয়েছে লেখকের। এই ক’দিন আগে মাহমুদ রেযা চৌধুরী এসেছিলেন ওয়াশিংটনে, ভয়েস অফ এ্যামেরিকার স্টুডিওতে বসে আমরা কথা বলছিলাম তাঁর সঙ্গে।