অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি আরবে ধর্মীয় স্বাধীনতা ও যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্কে নিয়ে আলোচনা হলো ওয়াশিংটনে


যুক্তরাষ্ট্র কংগ্রেসের রেবার্ণ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত হলো সেন্টার ফর ডেমোক্র্যাসি এ্যান্ড হিউম্যান রাইটস ইন সৌদি আরাবিয়া সংস্থার উদ্যোগে এক আলোচনা বৈঠক। কংগ্রেসম্যান ট্রেন্ট ফ্রাংকসের কার্যালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কয়েকজন সৌদি নাগরিক, কংগ্রেস সদস্য এবং বিশেষজ্ঞরা সৌদি আরবে ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার, নারীর ক্ষমতায়ন এবং যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্কে নিয়ে আলোচনা করেন।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার নির্বাচনী অভিযানের সময় প্রধানতঃ দুটি বিষয়ের উল্লেখ করেন বারবার, আর তা হলো – ‘ইসলামী সন্ত্রাসবাদকে’ পরাস্ত করা এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করে তোলা। তাই তিনি তার প্রথম আন্তর্জাতিক সফরে সৌদি আরবকে যে বেছে নিয়েছেন সেটা অপ্রত্যাশিতভাবে বা হঠাৎ করেই নয় বলে ধারণা করা হয়।

রেবার্ণ ভবনে আলোচনা বৈঠক চলার সময় সেখানে উপস্থিত ছিলেন সেলিম হোসেন। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে বৈঠকের বিষয় নিয়ে সরাসরি কথা বলেন রোকেয়া হায়দার।

XS
SM
MD
LG