অ্যাকসেসিবিলিটি লিংক

চালের দাম কমবে বলে বাংলাদেশ সরকারের তরফে জানান হয়েছে


দেশের বাজারে বিদেশ থেকে আমদানি করা চাল আসতে শুরু করলে বর্তমানে বাড়তে থাকা এই খাদ্য পন্যটির দাম কমবে বলে সরকারের তরফে জানান হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন এপ্রিল-মে মাসে দেশের হাওড় অঞ্চলে বন্যার কারনে অন্তত ৬ লাখ টন চাল নষ্ট হয়েছ। এর প্রভাবে বাজারে চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করে কর্মকর্তারা বলেছেন সরকার চাল আমদানির ব্যবস্থা নিয়েছে। চালের দাম বাড়ার কারনে ক্ষোভ প্রকাশ করেছেন দিন মজুর শামসু মিয়া।

কর্মকর্তারা অবশ্য বলেছেন গণমাধ্যমে চালের দামের যে বেহাল ঊর্ধ্বগতির কথা বলা হচ্ছে তা সঠিক নয়। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে বেসরকারি চাল কলগুলি চাল মজুত করায় খাদ্য শস্যের এ ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি পেয়েছে। তাঁরা এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG