বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে তথ্য অধিকার দিবস। ২০০৯ সালে বাংলাদেশে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে তথ্য অধিকার আইন পাস হয়। কিন্তু এই বছরের প্রেক্ষাপট সম্পূর্ণভাবে ভিন্ন। নতুন করা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পাসের মাধ্যমে ওই আইনে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট-এর ধারাগুলো যুক্ত করে দেয়ায় তথ্য প্রাপ্তির অবাধ প্রবাহের অধিকার ক্ষুন্ন হয়েছে বলে মনে করছেন বিশ্লেষক ও বিশেষজ্ঞগণ। নতুন প্রেক্ষাপটে তথ্য অধিকার আইন ও দিবসের তাৎপর্য বিশ্লেষণ করেছেন প্রবীণ সাংবাদিক, বাংলাদেশ সম্পাদক পরিষদের সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ এবং নজরদারী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি’র নির্বাহী পরিচালক ড, ইফতেখারুজ্জামান।
বিস্তারিত জানাচ্ছেন ঢাকা সংবাদদাতা আমীর খসরু।