বুধবার, দক্ষিণ আফ্রিকায় দাঙ্গা ও লুটতরাজ অব্যাহত থাকেI উদ্ধত প্রতিবাদকারীরা সহিংসতা বন্ধের সরকারি আদেশ অমান্য করলে, সেখানে ৭০ জনের অধিক লোকের মৃত্যু হয়Iগত মাসে প্রাক্তন প্রেসিডেন্ট, জেকব জুমা'কে আদালতের ঘোষণা অবমাননা ও দুর্নীতির অভিযোগে ১৫ মাসের কারাদণ্ড দিলে, অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়I রায়ের বিরুদ্ধে প্রতিবাদ দ্রুত ব্যাপক গণ-অসন্তোষে রূপ নেয়, যা ছিল দক্ষিণ আফ্রিকার বহু বছরের ইতিহাসে এক বিরল ঘটনাI
লুটতরাজকারীরা গুয়াটেং প্রদেশের অন্তর্গত, রাজধানী জোহানেসবার্গে দোকানপাট, শপিং মল, রিটেল স্টোর এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটতরাজ অব্যাহত রেখেছেI পুলিশ সূত্রে জানানো হয় জুমা'র নিজস্ব প্রদেশ কওজুলু-নাটালএ সহিংসতা ও লুটতরাজের খবর পাওয়া গিয়েছেI
বিরোধী ডেমোক্র্যাটিক এলায়েন্স'র প্রধান, জন স্টিনহুইসেন দাঙ্গা-পীড়িত এলাকাগুলি সফর শেষে, পরিস্থিতিকে ভয়ংকর বলে উল্লেখ করেনI
(এপি)