রাজশাহীতে বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শহরের কাটাখালী এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় একটি মাইক্রোবাসটি রাজশাহীর দিকে আসছিল। কাটাখালীর কাপাশিয়া এলাকায় দুটি গাড়ির সঙ্গে স্থানীয় একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১১ জন পুড়ে ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে আহতদের মধ্যে আরো ছয়জন মারা যায়।
ঘটনার বর্ণনা দিয়ে রাজশাহী মেট্রেপলিটন পুলিশের কামিশনার আবু কালাম সিদ্দিকী বলেন, দুপুরে ওই দুর্ঘটনায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৭জনের মৃত্যু হয়েছে।
মর্মান্তিক ওই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। লাশের পরিচয় নিশ্চিৎ করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।