অ্যাকসেসিবিলিটি লিংক

পথের ওপর অধিকার কার এ প্রশ্নের উত্তর চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের


পথের ওপর অধিকার কার - নাগরিকদের না রাজনৈতিক দলগুলির? এ প্রশ্নের উত্তর চেয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। ও দিকে প্রতি বছরের মত এ বছরও ২১ জুলাই শহরের কেন্দ্রস্থলে ধর্মতলার চার রাস্তার মোড়ে বিরাট জনসভায় বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অাগেই মামলার শুনানি শুরু হয়ে যেতে পারে। গত ১০-১২ বছরে হাইকোর্টে অন্তত দু বার একই প্রশ্ন নিয়ে মামলা দায়ের হয়েছিল। কিন্তু কোনও নিষ্পত্তি হয়নি। বাস্তব অবস্থা হল, পথে-ঘাটে যথেচ্ছ সভা ও মিছিল করবার অধিকার ছাড়তে রাজি নয় কোনও দলই। আবার তাহলে পথের ওপর দিয়ে সাধারণ নাগরিকদের চলাফেরার অধিকার কে রক্ষা করবে? অতীতের একটি মামলায় প্রথমে মিছিল ও সভা নিষিদ্ধ করে দেওয়া হলেও ওপরের কোর্টে অাপিল হওয়ার পরে মামলা অার এগোয়নি। আরেকটি মামলায় রাজনৈতিক দলগুলির মতামত চেয়েছিল আদালত। সব দল জবাব না দেওয়ায় মামলা আর এগোয় নি।

সরাসরি লিংক

XS
SM
MD
LG