অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার


বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে আর্ল রবার্ট মিলারকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। শনিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে আর্ল মিলার বোতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের সিনিয়র সদস্য আর্ল মিলারকে বাংলাদেশে সে দেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন।

সম্প্রতি তিনি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে সিনেটের ফরেন রিলেশন কমিটির মুখোমুখি হন। সেখানে তাকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়া ও দু’দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করা হয়। সিনেটের ওই শুনানির ভিত্তিতে ফরেন রিলেশন কমিটি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগ চূড়ান্ত করেছে।ফেসবুক পেজে দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে আসার আগে তাকে আনুষ্ঠানিকভাবে শপথ পড়ানো হবে।


তিনি রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের উত্তরসুরী হিসেবে দায়িত্ব নেবেন।

XS
SM
MD
LG