অ্যাকসেসিবিলিটি লিংক

মুলার রিপোর্টের প্রতীক্ষার অবসান


২০১৭ সালের ১৭ই মে তারিখে রুশ সরকারের বিগত প্রেসিডেনশিয়াল নির্বাচনে হস্তক্ষেপের তদন্তে বিশেষ আইনজীবী রবার্ট মুলারকে নিয়োজিত করা হয়েছিলI অবশেষে সেই রিপোর্টের জন্য প্রতীক্ষার অবসান ঘটলো শুক্রবারI বিশেষ আইনজীবী ও FBI 'র প্রাক্তন পরিচালক রবার্ট মুলার শুক্রবার বিকেলে অ্যাটর্নি জেনারেল WILLIAM BARR 'র কাছে তাঁর চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছেনI এখন প্রশ্ন থেকে যাচ্ছে যে, তিনি কি ডেমোক্রাট দলীয় প্রার্থী, HILLARY CLINTON 'র প্রচারণা নস্যাৎ করতে তৎকালীন প্রার্থী ট্রাম্প ও সহযোগীরা রাশিয়ার সঙ্গে যে যোগ-সাজোশ করেছিল তার উত্তর দিতে পেরেছেন? নাকি তৎকালীন রিপাবলিকান দলীয় প্রার্থী ট্রাম্প ছিলেন রুশ সরকারের কুৎসিত কৌশলের লাভবান এক প্রার্থী?

MUELLER তদন্তের জেরে ৩৭ ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে দোষারোপ আনা হয়েছে, যাদের অধিকাংশই রাশিয়ায় এখনো তৎপরI প্রেসিডেন্ট ট্রাম্পের ৫জন প্রাক্তন সহযোগীসহ ৭জন দোষ স্বীকার করে নিয়েছেন এবং যাদের কারাদণ্ডও দেয়া হয়েছেI এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর অবস্থানে অনড়, যে এই তদন্তে রাশিয়ার সঙ্গে যোগ-সাজোসের কোনো প্রমাণাদি পাওয়া যাবে নাI তিনি বলেন, এই রিপোর্ট জন-সমক্ষে আনবার ব্যাপারে তাঁর কোনো আপত্তি নেই, তবে এটাই এখন দেখার বিষয়, যে, WHITE HOUSE তথা,তাঁর আইনজীবীরা তার কতটুকু প্রকাশ করতে রাজি হনI

XS
SM
MD
LG