অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে রকেট হামলা


Iraqi airbase
Iraqi airbase

ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট আজ বলেছে যে আজ ইরাকের একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে রকেট আক্রমণ চালানো হয় যে ঘাঁটিতে জোটের সৈন্যরাও থাকে । মুখপাত্র কর্নেল ওয়েন মারোটো বলেন আল আসাদ বিমান ঘাঁটিতে দশটি রকেট নিক্ষেপ করা হয় । তাত্ক্ষণিক ভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি ।

ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট আজ বলেছে যে আজ ইরাকের একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে রকেট আক্রমণ চালানো হয় যে ঘাঁটিতে জোটের সৈন্যরাও থাকে । মুখপাত্র কর্নেল ওয়েন মারোটো বলেন আল আসাদ বিমান ঘাঁটিতে দশটি রকেট নিক্ষেপ করা হয় । তাত্ক্ষণিক ভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি । এই আক্রমণের ঠিক দু সপ্তা আগে ইরাকের উত্তরাঞ্চলে রকেট হামলায় একজন অসামরিক ঠিকাদার নিহত হয় এবং যুক্তরাষ্ট্রের একজন সেনা সদস্য আহত হয়। ১৬ই ফেব্রুয়ারির ঐ আক্রমণের জবাবে যুক্তরাষ্ট্র সিরিয়ায় একটি লক্ষ্যবস্তুর উপর বিমান আক্রমণ চালায় । পেন্টাগন বলছে ঐ স্থানটি ইরান সমর্থিত একাধিক মিলিশিয়া ব্যবহার করতো। সাম্প্রতিক বছরগুলোতে ইরাকে যুক্তরাষ্ট্রের অবস্থানের উপর রকেট হামলার জন্য যুক্তরাষ্ট্র ঐ সব গোষ্ঠিকে দায়ি করেছে এবং কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের ঐ অভিযানের লক্ষ্য ছিল ভবিষ্যতে কোন রকম হামলা বন্ধ করা। গত বছর ইরান আল আসাদ ঘাঁটিকে তাদের পাল্টা আক্রমণের লক্ষ্যবস্তু করে তোলে।

XS
SM
MD
LG