অ্যাকসেসিবিলিটি লিংক

শরণার্থী শিবিরে জন্মহার কমাতে বাংলাদেশের উদ্দ্যোগ


তাবু ও সম্পদের স্বল্পতার কথা ভেবে, বাংলাদেশ সরকার দক্ষিণাঞ্চলীয় বাংলাদেশের রোহিঙ্গ্যা শরণার্থী শিবিরগুলিতে জন্ম নিয়ন্ত্রণ ও স্বেচ্ছায় বন্ধ্যাত্ব কর্মসূচিকে উৎসাহিত করছে I দক্ষিণাঞ্চলীয় বাংলাদেশে এমনি ৭টি শিবিরের কর্মসূচিতে পরিবর্তন আনা হচ্ছে I কক্স বাজার শহরের পরিবার পরিকল্পনা বিভাগের প্রধান, পিনটু কান্তি ভট্টাচার্য জানান, জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়নে ১৬০জন স্বাস্থকর্মীকে নিয়োগ দেয়া হয়েছে I শিবিরে অবস্থানরতদের মহিলাদের কাছে বড়ি এবং ৩,৯০০ মহিলাকে জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন দেয়া হয়েছে I এছাড়াও স্বাস্থকর্মীরা মহিলাদের পরিবার পরিকল্পনা সম্পর্কিত উপদেশ দিচ্ছেন I

বার্মায় আরাকান রোহিঙ্গ্যা স্যালভেশন আর্মি, পুলিশ ফাঁড়িতে হামলা চালনার পর, বার্মার সামরিক বাহিনীর নির্মম অত্যাচারে ৬ লক্ষের অধিক রোহিঙ্গ্যা মুসলমান জনগোষ্ঠী বাংলাদেশে পালিয়ে আসেন I সম্পদের স্বল্পতা সত্ত্বেও বাংলাদেশ নজিরবিহীনভাবে তাদের স্বাগত জানিয়ে আশ্রয় দেয় I

XS
SM
MD
LG