অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা সংকটে আসিয়ানের উল্লেখযোগ্য ভূমিকা


Myanmar asean FM meeting
Myanmar asean FM meeting

মিয়ানমার এই প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আসিয়ানের সদস্য দেশগুলোকে রাখাইন রাজ্যের চলতি সংকট বিষয়ে নিয়মিত হালনাগাদ খবর দেবে। মিয়ানমারের কর্মকর্তারা আরও বলেছেন ত্রাণ প্রচেষ্টা সমন্বিত করার লক্ষ্যে তারা সম্ভবত সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করবে। সোমবার এরআগে আসিযানের পররাষ্ট্রমন্ত্রীদের ইয়াঙ্গুনে বৈঠক হয়।

মিয়ানমারের পশ্চিমাঞ্চলে যা ঘটছে সে বিষয়ে এই প্রথম উচ্চ পর্যায়ের আঞ্চলিক অবহিত করণ বৈঠক হলো। মিয়ানমারে সামরিক বাহিনী রাখাইনের মুসলিম প্রধান এলাকায় রক্তাক্ত তল্লাশি চালিয়েছে যখন অক্টোবার মাসের গোড়ার দিকে ৯জন পুলিশ অফিসার নিহত হয়।

XS
SM
MD
LG