অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য আরো ৩ কোটি ডলার দিয়েছে ডাব্লিউএফপি'কে


বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র সরকার ৩ কোটি আমেরিকান ডলার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী ডাব্লিউএফপি'কে দেয়ার ঘোষণা দিয়েছে।

বুধবার এক বিবৃতিতে ডাব্লিউএফপি বলেছে, ২০১৭ সালের আগস্ট মাসে রোহিঙ্গা শরণার্থী সমস্যার সৃষ্টি হওয়ার পর যুক্তরাষ্ট্র সরকার যে আড়াই কোটি ডলার দিয়েছিল এই অর্থ তার অতিরিক্ত। বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তা অব্যাহত রাখার জন্য আরো অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় অর্থ না পেলে শরণার্থীদের ক্ষুধার্ত থাকতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে গত আগস্ট মাসে রোহিঙ্গা মুসলিমদের ওপর সে দেশের সেনাবাহিনী হত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং অত্যাচার-নির্যাতন শুরুর পর ৭ লাখের ওপর রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:26 0:00

XS
SM
MD
LG