অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন আসিয়ানের ১৩২ জন পার্লামেন্ট সদস্য


মিয়ানমারের নিরাপত্তা চৌকিতে হামলার পর গত বছরের ২৫ আগস্ট রাখাইনে হত্যা, খুন, ধর্ষণ অগ্নিসংযোগসহ পূর্বপরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা শুরু করে মিয়ানমারের সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী। আর এতে বাংলাদেশে পালিয়ে আসে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরনার্থী।

এদিকে, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ানের ১৩২ জন পার্লামেন্ট সদস্য সংবাদ মাধ্যমে লিখিত এক বিবৃতিতে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কারণে দেশটিকে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দাবি জানিয়েছেন। তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিও আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরনার্থীদের কারনে অর্থনৈতিক, সামাজিক, পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সমস্যার মুখে পড়েছে। রোহিঙ্গা শরনার্থীদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সাথে চুক্তিসহ নানা কূটনৈতিক উদ্যোগ অব্যাহত আছে। কিন্তু এ পর্যন্ত প্রত্যাবাসনে কোন অগ্রগতি নেই। এসব বিষয়ে সর্বসাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন বাংলাদেশ সরকারের রোহিঙ্গা পুনর্বাসন ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।

please wait

No media source currently available

0:00 0:05:27 0:00

XS
SM
MD
LG