বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসান চর দ্বীপে স্থানান্তরের জন্য বাংলাদেশ সরকারের নেয়া প্রকল্পের বিরোধিতা করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকারের সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বুধবার এক বিবৃতিতে অ্যামনেস্টি ভাসান চরকে বসবাসের অনুপযোগী ও বন্যা প্রবণ এলাকা হিসেবে আখ্যায়িত করে সেখানে রোহিঙ্গাদের স্থানান্তরের বিরোধিতার কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ওই দ্বীপে রোহিঙ্গাদের স্থানান্তর করা হলে সেটি হবে একটি ভয়ানক ভুল।
এদিকে,জাতিসংঘের হিসেব অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গত ২৫ সে আগস্ট থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২৬ হাজার।