মিয়ানমারে যে রক্তক্ষয়ী ঘটনাবলী চলছে তার শিকার শুধু রোহিঙ্গা মুসলমানই নন, রোহিঙ্গা হিন্দু সম্প্রদায়ের মানুষজনও এই নির্মমতার শিকার; তারাও রেহাই পাচ্ছেন না। গত তিনদিনে হিন্দু সম্প্রদায়ের ১৫৭টি পরিবারের ৪১২ জন বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন, নানা নির্যাতনের সাক্ষী হয়ে। এদের অধিকাংশই নারী এবং শিশু। তারা এখন সীমান্তবর্তী এলাকার টেকনাফ ও উখিয়ায় আশ্রয় নিয়েছেন।
হিন্দু সম্প্রদায়েরই কয়েকশ জন এখন নোম্যান্সল্যান্ডে অপেক্ষমাণ রয়েছেন, বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায়। হিন্দু সম্প্রদায়ের যারা বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের ভাষ্য মোতাবেক তাদের পরিবারগুলোর ৮৬ জন সদস্যকে মিয়ানমারে হত্যা করা হয়েছে। তবে কোন পক্ষ এই হত্যাকান্ড ঘটিয়েছে তা তারা স্পষ্ট করে বলতে পারেননি। কারণ নির্যাতনকারীদের শরীর এবং মুখ কালো কাপড়ে ঢাকা ছিল।
এদিকে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের টেকনাফ এলাকার সভাপতি স্বপন শর্মা রনি এবং হিন্দু সম্প্রদায়ের যারা এসেছেন তাদের একজন পরিস্থিতির বিস্তারিত বর্ণনা দিয়েছেন।