অতি সম্প্রতি মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টা উ থং তুনের বাংলাদেশ সফরকালে সরকারের পক্ষ থেকে যে বিষয়টি তাঁর কাছে গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে তা হল, বাংলাদেশে অবস্থানরত সেদেশের রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের ইস্যুটি।
মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টা তাঁর সফরকালে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করেছেন এবং সকল পর্যায় থেকেই নিবন্ধিত এবং অনিবন্ধিত চার লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে নিজ দেশে ফিরিয়ে নেয়ার বিষয়টি ছিল আলোচনার শীর্ষে।
এ বিষয়ে বিশিষ্ট কূটনৈতিক বিশ্লেষক সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।