অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জন্ম নিয়েছে ১৬ হাজার শিশু


বাংলাদেশেরে দক্ষিণ পূর্বাঞ্চলের কক্স বাজার জেলায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা জানিয়েছে গত প্রায় ৮ মাসে সেখানে জন্ম নিয়েছে ১৬ হাজার শিশু।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এক প্রতিবেদনে জানিয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিদিন গড়ে প্রায় ৭০ জনের মত শিশু জন্ম নিচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বেসরকারি হিসেব মতে বর্তমানে গর্ভবতী নারীর সংখ্যা ৩০ হাজারের বেশি।

গত বছরের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাধারণ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সে দেশের সেনাবাহিনী হামালা চালানো শুরুর পর থেকে এ পর্যন্ত কক্সবাজারে আশ্রয় নিয়েছেন ৭ লাখের বেশি রোহিঙ্গা। কয় মাস আগেও বাংলাদেশের দিকে রোহিঙ্গাদের যে ঢল ছিল এখন তা নেই। তবে ক্যাম্পের ভেতরেই ক্রমাগত ভাবে বাড়ছে জনসংখ্যা।

গর্ভবতী নারী ও নবজাতকদের সেবা দেয়ার জন্য ক্যাম্পে কাজ করছে ইউনিসেফ, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিভিন্ন দেশী-বিদেশী বেসরকারি সংস্থা।

XS
SM
MD
LG