বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে চীন বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে বেইজিং সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে বৈঠক কালে চীনের পক্ষ থেকে ওই আশ্বাস পাওয়া গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা কামনা করা হয়। জবাবে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে চীন রাখাইন রাজ্যে বাড়ি-ঘর নির্মাণ এবং অর্থনৈতিক সুযোগ তৈরি করার ব্যবস্থা করবে।
পরে চীনের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে চীন সফররত মিয়ানমারের মন্ত্রী খ থিন শোয়ের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর এক অনানুষ্ঠানিক বৈঠকের আয়োজন করেন বলে ঢাকায় পররাষ্ট্র দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এ সময় প্রত্যাবাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু