অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে শিশুরা নৃশংস দৃশ্যের ছবি একেছে


 Drawing by a Rohingya boy, Abdul, revealing the horrific experiences he endured while fleeing from Myanmar to Bangladesh, at the children friendly space at the Balukhali makeshift refugee camp in Cox’s Bazar district in Bangladesh.
Drawing by a Rohingya boy, Abdul, revealing the horrific experiences he endured while fleeing from Myanmar to Bangladesh, at the children friendly space at the Balukhali makeshift refugee camp in Cox’s Bazar district in Bangladesh.
Drawing by a Rohingya child revealing the horrific experiences he endured while fleeing from Myanmar to Bangladesh.
Drawing by a Rohingya child revealing the horrific experiences he endured while fleeing from Myanmar to Bangladesh.

ঘর বাড়ি আগুনে জ্বলছে, হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হচ্ছে, গুলি চালনা আর ছুড়ি হাতে উচ্ছৃঙ্খল জনতার ভীড় থেকে বাসিন্দারা পালিয়ে যাচ্ছে – এসব দৃশ্য উঠে এসেছে রোহিঙ্গা শিশুদের আঁকা ছবিতে।

বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গারা মিয়ানমার সরকারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বহুবার অভিযোগ করেছে। উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে, পুলিশ ও সেনা চৌকীতে, ২৫ অগাস্ট, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মী (ARSA)র আক্রমনের পর সেখানে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের খবর শোনা যায়।

ইউনিসেফ এর নির্বাহী পরিচালক অ্যানটনি লেক কক্সেস বাজারে সাংবাদিদের বলেছেন, নৃশংস দৃশ্যের ওই সব চিত্র তুলে ধরেছে শিশুরা।

XS
SM
MD
LG