অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানের তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার


বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে বাংলাদেশ। আর বাংলাদেশ রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানের তাগিদ দিয়ে আসছে বিশ্ব সম্প্রদায়কে। সোমবার ঢাকায় এক আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ’মিয়ানমারের ১১ লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক শুধু বাংলাদেশের জন্যই নয়, এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুমকির গুরুত্ব অনুধাবন করে বিশ্ব-সম্প্রদায়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন এবং নিরাপত্তা ও শান্তি বজায় রাখার প্রত্যয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং ভারতের বেসরকারি গবেষণা সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশন -এর যৌথ উদ্যোগে ৩ দিন ব্যাপী এক আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উদ্বোধনী ভাষণে একথা বলেন।

৪০টি দেশের ১৫০ জন প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনসহ যে কোন সমস্যা মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা অপরিহার্য বলে অভিমত দেন।

XS
SM
MD
LG