মিয়ানমার থেকে শরণার্থী রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমনে বাংলাদেশের সমাজের উপর, বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে স্থানীয় লোকজনের প্রাত্যহিক জীবনধারা, পরিবেশও অর্থনীতিতে যে প্রভাব পড়েছে তার বিশ্লেষণ করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইন্দ্রজিৎ কুনডু।
তাঁর সঙ্গে কথা বলেছেন শাহাদাৎ হোসেন সবুজ।