অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গাদের ভারতে প্রবেশ ঠেকাতে নদীপথে নজরদারী বৃদ্ধি


রোহিঙ্গাদের নিয়ে সরকারের মহা সঙ্কট। তাদের ভারতে আসতে বা থাকতে দিতে অনিচ্ছুক ভারত সরকার। কিন্তু নানা ভাবে অনেকেই ঢুকে পড়ছে ভারতে।

স্থলপথে নজরদারি তো চলছেই, এবার ভারত সরকার খেয়াল রাখছে নদীপথে। সীমান্ত রক্ষী বাহিনিকে সতর্ক করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারকে বলে দেওয়া হয়েছে, সুন্দরবনের অজস্র নদীপথ ও খাঁড়ি দিয়ে রোহিঙ্গারা যেন ঢুকে না পড়ে।

সুন্দরবন জেলার পুলিশ সুপার তথাগত বসু এ বিষয়ে বলেছেন, উপকূলের সব থানাকে সতর্ক করা হয়েছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়া মাছধরাদের ট্রলারে উঠে যেন রোহিঙ্গারা এ রাজ্যে এসে না পড়ে, সেজন্য সমুদ্রেও তল্লাশি হচ্ছে ট্রলারে।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG